এমপি বেলালের এপিএস রুপা গ্রেফতার

এমপি বেলালের এপিএস রুপা গ্রেফতার

প্রথম নিউজ, নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে সাবেক এমপি ওয়ারেসাত হোসেন বেলালের ব্যক্তিগত সহকারী (এপিএস) মাহাবুবুর রহমান রুপাকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার দিবাগত রাতে তাকে নিজ বাড়ি পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের কাজলা গ্রাম থেকে গ্রেফতার করা হয়।  গ্রেফতার মাহাবুবুর রহমান রুপা ওই গ্রামের মৃত শামসুদ্দিন তালুকদারের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য।  

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, গ্রেফতারকৃত রুপা বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সন্দিগ্ধ আসামি। নিয়মিত অভিযানে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।