প্রথম নিউজ, খেলা ডেস্ক: বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রের ফাইনালে খেলতে নেমে আপত্তিকর আচরণের জন্য রিয়াল মাদ্রিদের তিন খেলোয়াড়কে (রুডিগার, বেলিংহ্যাম এবং লুকাস ভাসকেজ) লাল কার্ড দেখিয়েছিলেন রেফারি। বেলিংহ্যাম ও ভাসকেজের লাল কার্ড স্বাভাবিকভাবে নেওয়া হলেও সে সময় রুডিগারের আচরণকে আলাদা দেখার কথা জানানো হয়। অভিযোগ ওঠে রুডিগার রেফারির দিকে বরফের টুকরো ছুড়ে মারেন।
জানা যায়, ম্যাচের শেষদিকে কিলিয়ান এমবাপ্পের বিরুদ্ধে ফাউলের বাঁশি বাজানোতে ক্ষিপ্ত হয়ে যান রুডিগার এবং লুকাস ভাসকেজ। দুজনকেই সরাসরি লাল কার্ড দেন ম্যাচ রেফারি। তারা তখন বদলি হয়ে ডাগআউটে ছিলেন।
সেখান থেকে রুডিগার তেড়ে আসেন রেফারির দিকে। সতীর্থ ও কোচিং স্টাফরা তাকে থামানোর চেষ্টা করেন। সেখান থেকে তিনি বরফের টুকরো রেফারির দিকে ছুড়ে মারেন। আর এই আচরণের জন্য ৬ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার অ্যান্তোনিও রুডিগার। মঙ্গলবার (২৯ এপ্রিল) এক বিবৃতিতে রুডিগারের শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।
রেফারির প্রতিবেদনের ভিত্তিতে স্প্যানিশ ফুটবল ফেডারেশন রুডিগারকে ৬ মাসের নিষেধাজ্ঞা দিয়েছে। যদিও তিনি ক্ষমা চেয়ে বলেছিলেন, এমন আচরণের কোনো অজুহাত নেই। তবে ক্ষমা চেয়েও পার পাননি জার্মানির এ ডিফেন্ডার। ফলে চলতি মৌসুমে তিনি রিয়ালের হয়ে লা লিগায় আর মাঠে নামতে পারবেন না। এমনকি আগামী মৌসুমেরও প্রথম ম্যাচ মিস করবেন তিনি।