নারায়ণগঞ্জে জমি দখলের মামলায় জাপা নেতা গ্রেফতার

প্রথম নিউজ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে জমি দখলের অভিযোগে জাতীয় পার্টির (জাপা) নেতা আল জয়নালকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকা থেকে সদর মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান এতথ্য নিশ্চিত করে জানান, জয়নালের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা ছিল। ওই গ্রেফতারি পরোয়ানামূলে তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, ২০১৯ সালের ১১ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল বাড়ির দেওয়াল মেরামত করতে গেলে বাধা দেন জয়নাল আবেদীন। জুয়েলের জমির পাশের জায়গাগুলোও জোর করে দখলে নিয়েছেন তিনি। এ ঘটনায় জয়নালের বিরুদ্ধে মামলা করেন হাসান ফেরদৌস জুয়েল।
২০১৮ সালের ৩০ মে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগ দিয়েছিলেন আল জয়নাল। তখন থেকেই নিজেকে জাতীয় পার্টির নেতা হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন তিনি।