প্লে-অফ দৌড়ে ছিটকে গেল চেন্নাই? পয়েন্ট তালিকা কী বলছে

প্লে-অফ দৌড়ে ছিটকে গেল চেন্নাই? পয়েন্ট তালিকা কী বলছে

প্রথম নিউজ, অনলাইন: চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের ভরাডুবি যেন থামছেই না। বুধবার পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪ উইকেটে হারের মাধ্যমে টুর্নামেন্টে নিজেদের অষ্টম পরাজয়ের স্বাদ পেল দলটি। ১০ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার একেবারে নিচে অবস্থান করছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই।

পাঞ্জাব কিংসের বিপক্ষে হেরে আইপিএলের প্লে-অফের দৌড় থেকে কার্যত ছিটকে পড়ল চেন্নাই।
এ নিয়ে টানা দ্বিতীয় মৌসুমে প্লে-অফে উঠতে ব্যর্থ হলো তারা। চেন্নাইয়ের ইতিহাসে যা এর আগে কখনো হয়নি।

এটি ছিল চেন্নাইয়ের টানা তৃতীয় হার। এই মৌসুমে তারা এখন পর্যন্ত মাত্র দুটি ম্যাচ জিতেছে—মুম্বাই ইন্ডিয়ানস ও লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে।
আসরে বাকি থাকা চারটি ম্যাচ জিতলেও সর্বোচ্চ পয়েন্ট দাঁড়াবে ১২, যা প্লে-অফে উঠার জন্য যথেষ্ট হবে না চেন্নাইয়ের।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (১৪ পয়েন্ট), পাঞ্জাব কিংস (১৩), মুম্বাই ইন্ডিয়ানস, গুজরাট টাইটান্স এবং দিল্লি ক্যাপিটালস (সবারই ১২ পয়েন্ট)—এই দলগুলো বর্তমানে প্লে-অফের দৌড়ে এগিয়ে আছে।

আইপিএলের ইতিহাসে চেন্নাই ২০০৮ থেকে ২০১৯ পর্যন্ত প্রতিটি মৌসুমে প্লে-অফে উঠেছিল। তবে ২০২০ সালে প্রথমবার টপ-ফোরের বাইরে যায় দলটি।
এরপর ২০২২, ২০২৪ এবং এবার ২০২৫—তিন মৌসুমে দুইবার প্লে-অফের যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছে মহেন্দ্র সিং ধোনির দল।

এবারের আইপিএলের আরেকটি লজ্জার ইতিহাস গড়েতে পারে চেন্নাই। টুর্নামেন্টটির ইতিহাসে এর আগে কখনো পয়েন্ট টেবিলের তলানিতে থেকে আসর শেষ করেনি চেন্নাই। কিন্তু এবার সেই লজ্জার সামনে দাঁড়িয়ে রয়েছে তারা।