ভারতে বিলাসবহুল হোটেলে আগুন, নিহত ৪

ভারতে বিলাসবহুল হোটেলে আগুন, নিহত ৪

প্রথম নিউজ, অনলাইন: ভারতের রাজস্থানের আজমিরে একটি বিলাসবহুল হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কিশোরসহ ৪ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরো ৫ জন। আহতদের মধ্যে একজন নারী ফায়ার সার্ভিস কর্মীও আছেন। খবর হিন্দুস্তান টাইমসের।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার আজমিরের ১৬ নম্বর ওয়ার্ডের জনাকীর্ণ দিগ্নি বাজারে অবস্থিত ওই হোটেলটিতে হঠাৎ আগুন লাগে। আগুন প্রথমে এক তলায় লেগেছিল, কিন্তু মুহূর্তের মধ্যে লেলিহান শিখা ছড়িয়ে পড়ে হোটেলের পাঁচ তলায়। স্থানীয়দের সহযোগিতায় বহু মানুষ হোটেল থেকে নীচে নামেন। কিন্তু ধোঁয়ার মধ্যে অনেকেই আটকে পড়েন ভিতরে।
তিন চারতলা থেকে অনেকেই লাফ দেন। 

স্থানীয় কাউন্সিলর ভারতী শ্রীবাস্তব জানিয়েছেন, মাত্র ৩০ মিনিটেই আগুন পুরো হোটেলে ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর নিজেদের বাঁচাতে এক শিশুসহ দুজন ব্যক্তি লাফিয়ে পড়েন এবং তারা গুরুতর আহত হন। এছাড়া আরো চারজন হোটেলে দগ্ধ হয়ে মারা যান।

হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, মোট নয় জনকে হাসপাতালে আনা হয়েছিল। চারজন মারা গেছেন এবং আরো পাঁচজনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে একজনের শরীরের ১০০ শতাংশই পুড়ে গেছে এবং বাকিদের ৫০ থেকে ৬০ শতাংশ দগ্ধ। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।