১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

প্রথম নিউজ, অনলাইন: বাংলাদেশে আশ্রিত ৮ লাখ রোহিঙ্গা শরণার্থীর তালিকা থেকে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে দেশে ফেরার উপযুক্ত হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। শুক্রবার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। এর আগে ব্যাংককের বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইড লাইনে প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানের সঙ্গে আলোচনাকালে মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উ থান শ্যু এ তথ্য জানান।
২০১৮-২০২০ সালের মধ্যে বাংলাদেশ ছয় দফায় এই তালিকা মিয়ানমারকে সরবরাহ করেছিল। আরও ৭০ হাজার রোহিঙ্গার চূড়ান্ত যাচাই প্রক্রিয়া এখনো বাকি যা পর্যালোচনার ওপর নির্ভর করছে। এটি রোহিঙ্গা সংকট সমাধানে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। মিয়ানমারের পক্ষ থেকে জানানো হয়েছে, তালিকা থাকা বাকি সাড়ে ৫ লাখ রোহিঙ্গার যাচাই প্রক্রিয়াও দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হবে।
বৈঠকে বাংলাদেশের উচ্চ প্রতিনিধি মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং জানান বাংলাদেশ দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য আরও মানবিক সহায়তা পাঠাতে প্রস্তুত রয়েছে।