পহেলগাঁও হামলার জন্য নিরাপত্তাব্যবস্থাকে দুষলেন সাবেক ‘র’ প্রধান

পহেলগাঁও হামলার জন্য নিরাপত্তাব্যবস্থাকে দুষলেন সাবেক ‘র’ প্রধান

প্রথম নিউজ, অনলাইন:  ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ (রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং)-এর সাবেক প্রধান অমরজিৎ সিং পহেলগাঁও হামলার জন্য ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর ব্যর্থতাকে দায়ী করেছেন এবং ভারত-পাকিস্তান যুদ্ধের সম্ভাবনাকে গুরুত্বহীন বলে উল্লেখ করেছেন।

২ মে (শুক্রবার) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এআরওয়াই নিউজ।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে অমরজিৎ সিং বলেন, পহেলগাম হামলার সময় ঘটনাস্থলে প্রায় কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না, যা ভারতীয় সংস্থাগুলোর চরম ব্যর্থতার প্রমাণ।

তিনি বলেন, ‘যুদ্ধ হলো সবচেয়ে খারাপ ও শেষ বিকল্প।’ 

ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতিকে ‘খারাপ’ হিসেবে বর্ণনা করলেও তিনি মনে করেন, আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব।

সাবেক এই গোয়েন্দা প্রধান বলেন, ‘আলোচনা কখনোই পুরোপুরি শেষ হয় না। কেউ না কেউ, কোথাও না কোথাও কথা বলেই। এমনকি সরকার সরাসরি না বললেও, কোনো পক্ষ কিছু একটা বলবে, আর সৌদি আরব, ইরান বা সংযুক্ত আরব আমিরাত মত দেশ এগিয়ে এসে মধ্যস্থতা করতে পারে।’

এর আগে ভারতের কাউন্টার টেররিজম বিশেষজ্ঞ অজয় সাহনি পহেলগাঁও হামলাকে মোদি সরকারের নিরাপত্তা নীতির ব্যর্থতা হিসেবে বর্ণনা করেন।  

তিনি বলেন, ‘এ হামলা প্রমাণ করে, ভারতের নিরাপত্তা ব্যবস্থা ব্যর্থ হয়েছে। মোদি সরকার কেবল রাজনৈতিক ফায়দার জন্য মিথ্যা প্রচার চালাচ্ছে।’

অজয় সাহনি আরও বলেন, ‘বালাকোট ও পুলওয়ামা হামলা নিয়ে মোদি সরকারের সব দাবি ভুল প্রমাণিত হয়েছে। মোদি প্রতিটি ঘটনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন এবং ‘লাশের রাজনীতি’ করছেন।’