সরকা‌রের ব্যর্থতা ও নতজানু পররাষ্ট্রনীতিই দেশে ভয়াবহ বন্যা

বক্তরা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় ক্ষমতাসীন সরকারের সফলতার আষাঢ়ে গল্প যে অন্তঃসারশূন্য। তা করোনা থেকে বন্যা সকল দুর্যোগেই বার বার প্রমাণিত হয়েছে। 

সরকা‌রের  ব্যর্থতা ও  নতজানু পররাষ্ট্রনীতিই দেশে ভয়াবহ বন্যা

প্রথম নিউজ, ঢাকা: সিলেট,সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতির জন্য ভারতীয় পানি আগ্রাসন, দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারের ব্যর্থতা ও নতজানু পররাষ্ট্রনীতিকে দায়ী করছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব চত্তরে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে একটি সংক্ষিপ্ত সমাবেশে নূরুল করীম আকরাম বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় ক্ষমতাসীন সরকারের সফলতার আষাঢ়ে গল্প যে অন্তঃসারশূন্য। তা করোনা থেকে বন্যা সকল দুর্যোগেই বার বার প্রমাণিত হয়েছে। 

ভারত আন্তর্জাতিক নদীর সকল নিয়ম-কানুন লংঘন করে একতরফাভাবে উজানে বাঁধ দিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকায় শিকল পরিয়ে রেখেছে। এমনটা উল্লেখ করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম বলেন, ভারতের আগ্রাসী নীতিতে ইচ্ছা ও প্রয়োজন হলেই সেই শিকল খুলে নিজেদের স্বার্থে খরার সময় মরুভূমি আর বর্ষার সময় পানির নীচে ডুবিয়ে মারছে।

বন্যা কবলিত এলাকাগুলোতে তীব্র খাদ্য সংকট, উদ্ধার তৎপরতায় দেরি হওয়া ও সকল সেবা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার এমন চিত্র ডিজিটাল বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনায় চরম ব্যর্থতা প্রমাণ বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম।

তিনি আরও বলেন, দুই দফা বন্যায় ভোগান্তির শিকার সুনামগঞ্জ ও সিলেটে বন্যার পূর্বাভাস থাকলেও একদিনের বাড়তি পানিতে ভেসে গেছে এসব জনপদ। তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ, চিকিৎসা সেবাসহ সবধরনের যোগাযোগ ও ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যাওয়ায় এসব এলাকার মানুষের স্বাভাবিক জীবনে নেমে আসে সীমাহীন দুর্ভোগ। 

নতজানু পররাষ্ট্রনীতি দিয়ে একটি জাতি আত্মনির্ভরশীল হতে পারে না উল্লেখ করে নূরুল করীম অভিযোগ তোলেন, ক্ষমতাসীন সরকারের ভারতপ্রীতি ও নতজানু পররাষ্ট্রনীতির কারণে নানা সংকটে সর্বস্বান্ত হচ্ছে বাংলাদেশের জনগণ। বাংলার ভবিষ্যৎ অস্তিত্ব রক্ষার্থে ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে ভারতীয় আগ্রাসনের মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ। মিছিলটি প্রেসক্লাবে সামনে থেকে শুরু হয়। কদম ফোয়ারা হয়ে আবার প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। মিছিল থেকে সরকার ও ভারত বিরোধী নানা স্লোগান দেন নেতা-কর্মীরা। সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্র ও বিভিন্ন অঞ্চলের নেতা-কর্মীরা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom