খালেদ-তানভিরদের তোপে দেড়শ’র আগেই শেষ নিউজিল্যান্ড ইনিংস

খালেদ-তানভিরদের তোপে দেড়শ’র আগেই শেষ নিউজিল্যান্ড ইনিংস
প্রথম নিউজ, খেলা ডেস্ক: ‘এ’ দলের মোড়কে জাতীয় দলের অভিজ্ঞতা নেওয়া ১০ ক্রিকেটার খেলছেন সিলেটের মাঠে। প্রতিপক্ষ তারুণ্যে ঠাসা নিউজিল্যান্ড ‘এ’ দল। নিজেদের বোলিং ইনিংসের ফলাফল আপাতত বাংলাদেশের পক্ষে গিয়েছে। জাতীয় দলের নিয়মিত মুখ শরিফুল ইসলাম, খালেদ আহমেদ কিংবা তানভির আহমেদরা বলতে গেলে পরীক্ষাই নিয়েছেন উদীয়মান কিউই তারকাদের। সেই পরীক্ষায় খুব একটা ভাল করা হয়নি কিউই ব্যাটারদের। শেষ উইকেটে ফক্সক্রফট এবং লিস্টারের জুটিই নিউজিল্যান্ড ‘এ’ দলের স্কোর নিয়ে গিয়েছে ১৪৭ পর্যন্ত। আটে নামা ফক্সক্রফট খেলেছেন সর্বোচ্চ ৭২ রানের ইনিংস। 
শুরুর দিকে অবশ্য ওপেনার মারিউ ছাড়া রান পাননি কেউই। মারিউ আউট হয়েছেন ৪২ রান করে। এছাড়া দলের হয়ে দুই অঙ্কের রান কেবলই ফক্সক্রফটের। নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে এদিন ডাক মেরে আউট হয়েছেন ৫ ব্যাটার। শুরুর ১০ ওভারে ২১ রান তুলতেই ৪ উইকেট হারায় নিউজিল্যান্ড। ৫ম উইকেটে ৩৫ রানের একটা জুটি খানিক আশা দেখিয়েছিল তাদের। এরপর ফের নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। ৮৫ রানে ৯ উইকেট পতনের পর ফক্সক্রফট এবং লিস্টারের জুটি থেকে এসেছে ৬২ রান। নিউজিল্যান্ড দলকেও সফরের প্রথম ম্যাচে দিয়েছে বলার মতো সংগ্রহ।  
বাংলাদেশের হয়ে এদিন ৩টি করে উইকেট পেয়েছেন তানভির ইসলাম এবং খালেদ আহমেদ। ২ উইকেট আছে শরিফুল ইসলাম ও এবাদত হোসেনের।