লিটন অধিনায়ক, শেখ মেহেদী সহ অধিনায়ক

প্রথম নিউজ, খেলা ডেস্ক : গুঞ্জন আগেই ছিলো, এবার আসতে যাচ্ছে আনুষ্ঠানিক ঘোষণা। জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন লিটন কুমার দাস। আর তার ডেপুটির দায়িত্ব পাচ্ছেন অফ স্পিনার শেখ মেহেদী। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি নির্ভরযোগ্য সূত্র এটি নিশ্চিত করেছে।
সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে লিটন ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন। তার অধীনে ক্যারিবিয়দের ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। এরপর লিটনকে নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করার আনুষ্ঠানিকতাই বাকি ছিল শুধু। আজ বিকেলে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের দল ঘোষণা করা হবে। সেখানেই অধিনায়ক হিসেবে লিটনের নাম ঘোষণা করবেন নির্বাচকরা। এর আগে বাংলাদেশকে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে ৪ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন লিটন। যেখানে ৩টিতেই জিতেছে টাইগাররা।
লিটন অবশ্য এখন আছেন ইনজুরিতে। পিএসএল খেলতে গিয়ে অনুশীলনে আঙুলে চোট পান তিনি। তবে চোট থেকে সেরে উঠছেন লিটন, আগামীকাল শুরু করবেন স্কিল ট্রেনিং। আর আগামী ১২ই মে থেকে পুরোদমে অনুশীলন শুরু করবেন এই ওপেনার। সংযুক্ত আরব আমিরাতে ২টি ও পাকিস্তানে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।