শাহবাগে চলছে দ্বিতীয় দিনের মতো ‘ব্লকেড’

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি

শাহবাগে চলছে দ্বিতীয় দিনের মতো ‘ব্লকেড’

প্রথম নিউজ, অনলাইন: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে দ্বিতীয় দিনের মতো ‘শাহবাগ ব্লকেড’ চলছে। শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে আন্দোলনকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। শাহবাগ মোড় থেকে সড়কগুলো বন্ধ থাকলেও অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহনগুলোকে যাতায়াতের সুযোগ দেয়া হচ্ছে। সেখানে জড়ো হয়েছেন জুলাই গণ–অভ্যুত্থানের আহত ব্যক্তিরাও।

এর আগে গত বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে নিষিদ্ধে দাবি শুরু হয়। এদিন রাত ১০টা থেকে এনসিপি’র মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ’র ডাকে সাড়া দিয়ে যমুনার সামনে জড়ো হতে থাকেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। পরে রাত ১টার দিকে মিছিল নিয়ে যমুনার সামনে যান এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন।

শুক্রবার সকাল ১০টার দিকে পাঁচটি পিকআপ ভ্যান একত্র করে সমাবেশের জন্য যমুনার পাশে ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশের ফোয়ারার সামনে ‘জমায়েত মঞ্চ’ করা তৈরি করা হয়। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত এই জমায়েতে সবাইকে অংশ নেয়ার আহ্বানও জানান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঞ্চের সামনেই আন্দোলনকারীরা জুমার নামাজ আদায় করেন।