এবার কনসার্ট স্থগিত করলেন শ্রেয়া ঘোষাল

প্রথম নিউজ, অনলাইন: গতকাল ৯ মে আবুধাবিতে অনুষ্ঠান করার কথা ছিল অরিজিত সিংয়ের। কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে চলা উত্তেজনার কারণে সেই অনুষ্ঠান বাতিল করেন গায়ক ও তার সহকারী দল। এবার একই পথে পা বাড়ালেন সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল।
আজ শনিবার (১০ মে) মুম্বাইয়ে অনুষ্ঠান করার কথা ছিল তার।
শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে একটি লম্বা পোস্ট দিয়ে জানিয়েছেন, আপাতত গান-বাজনা শোনানোর মতো দেশের পরিস্থিতি নেই। তিনিও তাই মঞ্চানুষ্ঠান থেকে দূরে। তার কাছে দেশ আগে, গান-বাজনা পরে।
তিনি লিখেছেন, আমার প্রিয় অনুরাগীরা... ভারাক্রান্ত হৃদয়ে আমি জানাচ্ছি, আমার প্রাণের শহরে ১০ মে আমার যে কনসার্টটি হওয়ার কথা ছিল, সেটি বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত স্থগিত করা হয়েছে।
এই কনসার্টটি আমার কাছে অনেক আকাঙ্ক্ষার ছিল। কিন্তু একজন শিল্পী হিসেবে, একজন শহরবাসী হিসেবে আমার মনে হয়েছে, এটা গান-বাজনা করার সঠিক সময় নয়।
তিনি লিখেছেন, আমি কথা দিচ্ছি, অনুষ্ঠানটি কোনোভাবেই বাতিল হবে না, শুধু কিছু সময়ের জন্য স্থগিত রাখা হচ্ছে। আমরা আবার ফিরে আসব, আবার একত্রিত হবো আগের চেয়েও আরো বেশি করে।
অনুষ্ঠানের নতুন দিন খুব তাড়াতাড়ি ঘোষণা করা হবে। যারা যারা এই অনুষ্ঠানের জন্য টাকা দিয়ে টিকিট কেটেছিলেন, তাদের সমস্ত টিকিট আগামী যেদিন কনসার্ট হবে সেদিন অবধি বৈধ থাকবে। যারা বুক মাই শো থেকে অনলাইনে টিকিট কেটেছিলেন, তাদের ক্ষেত্রেও এই একই নিয়ম। টিকিট বৈধ থাকবে কনসার্টের পরের দিন পর্যন্ত। আমাদের বোঝার জন্য অনেক অনেক ধন্যবাদ।
যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, আপনারা সবাই সুস্থ থাকুন। সাবধানে থাকুন।