মসজিদে জুমার নামাজ আদায় করলেন জুবাইদা রহমান

প্রথম নিউজ, অনলাইন: দীর্ঘ ১৭ বছর পর শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ৬ মে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। আসার পর থেকেই কখনো গুলশানে খালেদা জিয়ার বাসায় আবার অসুস্থ মাকে দেখতে হাসপাতালে ছুটে যাচ্ছেন।
ব্যস্ত সময়ের মধ্যে আজ শুক্রবার ধানমণ্ডির একটি মসজিদে জুমার নামাজ আদায় করতে দেখা যায় ডা. জুবাইদা রহমানকে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জুবাইদা রহমানের মসজিদে যাওয়ার কয়েকটি ছবি পোস্ট করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।
পোস্টে তিনি জানান, ধানমণ্ডির ৭ নম্বর মসজিদে জুমার নামাজ আদায় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জোবাইদা রহমান।
এ সময় তার সঙ্গে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, তার স্ত্রী ব্যারিস্টার মেহনাজ মান্নানসহ অনেকে উপস্থিত ছিলেন।