প্রথম নিউজ, অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ১০০ দিন পেরোতেই পদত্যাগ করলেন রিপাবলিকান সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। ট্রাম্প প্রশাসন থেকে ওয়াল্টজের সরে দাঁড়ানোর ঘটনায় হোয়াইট হাউসের অভ্যন্তরীণ গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। বিষয়টি নিশ্চিত করেছে বিবিসির মার্কিন সংবাদ সহযোগী সিবিএস নিউজ।
সিবিএস নিউজের বরাতে বিবিসি জানিয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ তাঁর পদ থেকে সরে দাঁড়িয়েছেন। ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে ১০০ দিন অতিক্রান্তের এক দিন পরই ওয়াল্টজ প্রথম উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে সরে দাঁড়ালেন।
কিছু দিন আগে মাইক ওয়াল্টজ ভুলক্রমে ‘দ্য আটলান্টিক’ ম্যাগাজিনের একজন সাংবাদিককে বার্তা আদান-প্রদানের মাধ্যম ‘সিগন্যাল গ্রুপে’ যুক্ত করে ফেলেন। আলোচিত ওই সিগন্যাল গ্রুপে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ওপর সামরিক হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছিল। এ ঘটনা প্রকাশ্যে এলে তাঁর পদে থাকার বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।
এই গোপন তথ্য ফাঁস হওয়ার বিষয়টি স্বীকার করে ওয়াল্টজ বলেন, তিনি এর ‘সম্পূর্ণ দায়িত্ব’ নেবেন। যদিও ট্রাম্পের দল আগেই জানিয়েছিল, ওই চ্যাটে কোনো গোপনীয় তথ্য শেয়ার করা হয়নি, তবে নিরাপত্তা ঝুঁকি নিয়ে সমালোচনা বাড়ে।