স্বস্তি বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর, খারিজ মানিকতলা থানার মামলা
কলকাতা হাইকোর্ট অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে করা এফআইআর খারিজ করে দিল।

প্রথম নিউজ ডেস্ক: কলকাতা হাইকোর্ট অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে করা এফআইআর খারিজ করে দিল। বিধানসভা নির্বাচনে ভোটের প্রচারে ডায়লগের জেরে গত মে মাসে কলকাতা পুলিশের তরফে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে মানিকতলা থানায় এফআইআর দায়ের করা হয়েছিল। যার বিরুদ্ধে মিঠুন চক্রবর্তী হাইকোর্টের দ্বারস্থা হয়েছিলেন। ভোটের প্রচারে কখনও উত্তরবঙ্গ, কখনও দক্ষিণবঙ্গ। হেলিকপ্টারে প্রচার চালিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। বিজেপির সভায় মিঠুনের উপস্থিতি লোকও টেনেছিল বেশ। আর বিভিন্ন ফিল্মি ডায়লগে উদ্বেলিত হয়েছিল উপস্থিত জনতা। এইসব ডায়লগের মধ্যে ছিল আমি জলঢোঁড়াও নই, বেলেবোড়াও নই, আমি জাত গোঘরো, এক ছোবলেই ছবি। এরপর মারব এখানে... ।
২ মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোটগণনা করা হয়। আর ৬ মে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় মানিকতলা থানায়। লিখিত অভিযোগে তৃণমূল প্রভাবিত সিটিজেন্স ফোরামের তরফে বলা হয়, মিঠুন চক্রবর্তী ভোটের প্রচারে ফিল্মি সংলাপের কথা বলেছিলেন। সেখানে হিংসার উস্কানি ছিল। কোনও থানা এব্যাপারে কিছু না করায় মৃত্যুঞ্জয় পাল নামে এক ব্যক্তি শিয়ালজহ আদালতে যান, আদালতের তরফে রিপোর্ট তলবের পরেই মানিকতলা থানায় মামলা করা হয় পুলিশের তরফে। কলকাতা পুলিশের তরফে করা মামলায় ১৫৩এ, ৫০৪, ৫০৫ এবং ৩৪ ধারা দেওয়া হয়।
পুলিশের এফআইআর দায়েরের জেরে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মিঠুন চক্রবর্তী। সেখানে তিনি বলেছিলেন, এই এফআইআর রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। পাশাপাশি তিনি এফআইআর খারিজের দাবিও করেছিলেন। এর মধ্যেই অবশ্য কলকাতা পুলিশের তরফে মিঠুন চক্রবর্তীকে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ করে কলকাতা পুলিশ। হাইকোর্টে মিঠুনের আবেদন খারিজও হয়ে গিয়েছিল। সেই সময় হাইকোর্টের তরফে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদে হাজিরার জন্য তাঁকে নির্দেশ দেওয়া হয়েছিল।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: