জামালপুর জেলা আ.লীগের সহ-সভাপতিকে মারধর, আটক ১

সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যার দিকে জামালপুর শহরের কালিঘাট এলাকার বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

জামালপুর জেলা আ.লীগের সহ-সভাপতিকে মারধর, আটক ১

প্রথম নিউজ, জামালপুর : জামালপুর দুর্বৃত্তের হামলায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জি এস এম মিজানুর রহমান মারধরের শিকার হয়েছেন। সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যার দিকে জামালপুর শহরের কালিঘাট এলাকার বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

এ ঘটনার সঙ্গে জড়িত সাবেক এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম আরিফুল হাসান ওরফে মুক্তা (৩৫)। তিনি জামালপুর শহরের মিয়াপাড়া এলাকার মৃত আনসার আলীর ছেলে এবং জামালপুর শহর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেলে শহরের বাইপাস সড়কে আওয়ামী লীগের নেতা জিএসএম মিজানুর রহমান হাঁটতে বের হন। এসময় শহরের কালিঘাট এলাকায় চার-পাঁচ জন যুবক এক মোটরসাইকেল আরোহীকে মারধর করার চেষ্টা করছিল। এসময় ওই নেতা যুবকদের কাছে আরোহীকে মারধরের কারণ জানতে চান। পরে ওই নেতার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। স্থানীয় লোকজনের অনুরোধে ওই নেতা সেখান থেকে আবারও হাঁটতে চলে যান। পরে সন্ধ্যার দিকে ফেরার পথে ওই নেতার ওপর হামলা করে। পরে স্থানীয়রা উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে নিয়ে যান। রাতেই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

এবিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, মোটরসাইকেল আরোহীকে আটক করে একদল বখাটে মারধরের চেষ্টা করছিল। এসময় তিনি মোটরসাইকেল আরোহীকে রক্ষা করতে যান। পরে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। সন্ধ্যা দিকে ফেরার সময় আওয়ামী লীগ নেতার ওপর হামলা করে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। জড়িতদের আটক করার চেষ্টা চলছে ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।