ছাগল চুরির ঘটনায় যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক বহিষ্কার

ঠাকুরগাঁও সদর উপজেলার মহেশপুর গ্রামের একটি আম বাগান থেকে একটি ছাগল চুরি করেছিলেন। তিনি ছাগলটি মোটরসাইকেলে তুলে নিয়ে পালানোর চেষ্টা করেন। রানীশংকৈলের নেকমরদ বাজারে স্থানীয়দের হাতে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হন তিনি।

ছাগল চুরির ঘটনায় যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক বহিষ্কার
বহিষ্কৃত যুবলীগ নেতা হাবিবুল্লাহ হাবীব

প্রথম নিউজ, ঠাকুরগাঁও: ছাগল চুরি করে মোটরসাইকেলে তুলে নিয়ে পালানোর সময় ধরা পড়া ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা শাখা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ হাবীবকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাকে বহিষ্কারের কথা জানান পৌর যুবলীগের নেতারা।
হাবিবুল্লাহ গত রোববার ঠাকুরগাঁও সদর উপজেলার মহেশপুর গ্রামের একটি আম বাগান থেকে একটি ছাগল চুরি করেছিলেন। তিনি ছাগলটি মোটরসাইকেলে তুলে নিয়ে পালানোর চেষ্টা করেন। রানীশংকৈলের নেকমরদ বাজারে স্থানীয়দের হাতে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হন তিনি।

হাবিবুল্লাহর গণধোলাইয়ের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই সংগঠনের নেতারা তাকে দলের পদবীসহ সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন। সংবাদ সম্মেলনে উপজেলা যুবলীগের সভাপতি খোরশেদ আলম মোল্লা, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াস আলী ছুটু, সাধারণ সম্পাদক শাহজালাল বাবুসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom