উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি অস্ট্রেলিয়া
শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বের খেলা

প্রথম নিউজ, ডেস্ক : শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বের খেলা। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি অস্ট্রেলিয়া। ইতিমধ্যে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
টস জিতে ফিঞ্চ বলেছেন, ‘দেখে মনে হচ্ছে সত্যিই ভালো উইকেট। হয়তো একই রকম থাকবে।’
অস্ট্রেলিয়া একাদশ: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।
দ.আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, রসি ভেন ডার ডুসেন, ডেভিড মিলার, হেইনরিখ ক্লাসেন, প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, কেশভ মহারাজ, এনরিখ নর্টজে ও তাবরাইজ শামসি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: