হাজারীবাগের বটতলা বস্তিতে পুড়লো ১৮০ ঘর

বাসিন্দারা জানান, তিনটি গলিতে ১৮০টি ঘর ছিল প্রায় সবগুলোই পুড়ে গেছে। এছাড়া কিছু দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। হঠাৎ করে বিকেল সাড়ে ৫টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন খুব দ্রুত ছড়িয়ে যায়। কেউ কিছু নিয়ে বের হতে পারেনি।

হাজারীবাগের বটতলা বস্তিতে পুড়লো ১৮০ ঘর

প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর হাজারীবাগের বটতলা বাজার এলাকায় বস্তিতে আগুনে পুড়েছে ১৮০টি ঘর। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি দোকান। বুধবার (৩১ আগস্ট) রাতে এসব তথ্য জানান বস্তির বাসিন্দা ও ফায়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা।

বাসিন্দারা জানান, তিনটি গলিতে ১৮০টি ঘর ছিল প্রায় সবগুলোই পুড়ে গেছে। এছাড়া কিছু দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। হঠাৎ করে বিকেল সাড়ে ৫টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন খুব দ্রুত ছড়িয়ে যায়। কেউ কিছু নিয়ে বের হতে পারেনি।

হাজারীবাগ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবদুস শহীদ বলেন, আমরা আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। সন্ধ্যা সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে নির্বাপণের কাজ চলছে। আগুন হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি বলেন, তদন্ত হওয়ার পরে আমরা সার্বিক পরিস্থিতি জানাতে পারবো। এদিকে সন্ধ্যা সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও রাত ১০টা পর্যন্ত চলে আগুন নির্বাপণের কাজ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom