সেপটিপিন মোড়ানো পোশাকে উরফির উদ্দাম নাচ

প্রথম নিউজ, ডেস্ক : করণ জোহর সঞ্চালিত ‘বিগ বস’-এর ওটিটি প্ল্যাটফর্মের সংস্করণে অংশগ্রহণ করেছিলেন উরফি জাভেদ। কিন্তু সেখান থেকেই খ্যাতির দিকে যাত্রা শুরু করেননি তিনি। শুরু হয়েছে পোশাক দিয়ে। ভক্তদের কাছে তার পরিচয়, যিনি অচেনা সাজে নিজেকে সাজান। স্বল্পবসনে প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় উরফিকে। এজন্য কম সমালোচনাও শুনতে হয় না তাকে।
সম্প্রতি আবারও আলোচনায় উরফি। একগুচ্ছ সেফটি পিন দিয়ে সাজিয়েছেন নিজেকে। সেফটি পিনের শৃঙ্খল বানিয়ে তা দিয়ে নিজের শরীর ঢেকেছেন। যদিও অন্তর্বাস পরতে ভোলেননি তিনি। ইনস্টাগ্রামে সেই পোশাক পরে নেচে ভিডিও দিয়েছেন তিনি। জানিয়েছেন, তিনদিন ধরে এই পোশাক বানিয়েছেন তিনি এবং তার সহকর্মীরা।
সেপটিপিন মোড়ানো পোশাকে উরফির উদ্দাম নাচ
আনন্দবাজার ডিজিটাল জানায়, সম্প্রতি ‘নীলছবি’ বিতর্কেও জড়িয়েছেন উরফি জাবেদ। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি নীলছবির শুটিং করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন।
যদিও বিষয়টি ছিল পুরোটাই সাজানো। উরফির সঙ্গে মজা করার জন্য এক পরিচালক ও কয়েকজন অভিনেতা ঘটনাটি এমনভাবে সাজিয়েছিলেন, যা দেখে মনে হয়েছিল উরফিই নীলছবির শুটিং করতে গিয়ে ধরা পড়েছেন। ভিডিওটি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। তা দেখে উরফির ভক্তদের অনেকে অবশ্য বলেছেন, তিনি নিজেও এই মজার ব্যাপারে জানতেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews