সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল আটটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একুশে পদকজয়ী এই রবীন্দ্রসংগীত শিল্পীর মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর। কণ্ঠশিল্পীর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পাপিয়া সারোয়ারের স্বামী সারওয়ার আলম। তিনি বলেন, আজ মরদেহ বারডেমের হিমঘরে রাখা হবে। আগামীকাল জুমার নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।