স্কাই স্পোর্টসের বর্ষসেরা একাদশে হামজা

স্কাই স্পোর্টসের বর্ষসেরা একাদশে হামজা

প্রথম নিউজ, খেলা ডেস্ক: স্কাই স্পোর্টসের বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন হামজা চৌধুরী। গত ২৫ মার্চ বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে অভিষেক হয়েছে ঝাঁকড়া চুলের এই মিডফিল্ডারের। শিলংয়ে ভারতের বিপক্ষে সেই ম্যাচ গোলশূন্য ড্র করে বাংলাদেশ। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি থেকে হামজা এখন ধারে খেলছেন শেফিল্ড ইউনাইটেডে।

স্কাই স্পোর্টসের সাংবাদিক ডেভ ট্রিহান এবং ব্রিটিশ-দক্ষিণ এশীয় ফুটবলারদের স্কাউট জোহাইব রশিদের বর্ষসেরা দক্ষিণ এশীয় ফুটবলারের তালিকায় ঠাঁই পেয়েছেন বাংলাদেশের এই মিডফিল্ডার। গত কয়েক বছর ধরে ইউরোপের সব স্তরের ফুটবলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ব্রিটিশ-দক্ষিণ এশিয়ান ফুটবলারদের নিয়ে বর্ষসেরা একাদশ সাজিয়েছেন ডেভ ট্রিহান।

সেই একাদশে টানা দুই বছর সেরা মিডফিল্ডার হিসাবে জায়গা করে নিয়েছেন হামজা। এ মৌসুমে শেফিল্ডের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে বর্ষসেরা একাদশে জায়গা পেলেন তিনি। বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসাবে এই একাদশে আছেন হামজা।