রাজধানীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
সাকিবের বাড়ি নীলফামারীর জলঢাকা থানার বসুনিয়া গ্রামে। তিনি ওই এলাকার রবিউল ইসলামের ছেলে।

প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর ইসিবি চত্বরে নবনির্মিত ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে সাকিব (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে সাকিবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে দুপুর সোয়া ১টায় চিকিৎসাধীন অবস্থায় ১০৩ নম্বর ওয়ার্ডে তিনি মারা যান।
নিহতের সহকর্মী লেবু মিয়া বলেন, আমরা ভবনের দ্বিতীয় তলায় কাজ করছিলাম। সাকিব রডের কাজ করে। কলামে শাটার লাগানোর সময় শাটারসহ তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। দুপুর সোয়া ১টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, কাজের সূত্রে আমরা ওই ভবনেই থাকতাম। সাকিবের বাড়ি নীলফামারীর জলঢাকা থানার বসুনিয়া গ্রামে। তিনি ওই এলাকার রবিউল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ভবন থেকে পড়া এক শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মরদেহটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: