ময়মনসিংহে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকায় শরীফ (২১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ময়মনসিংহে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

প্রথম নিউজ, ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকায় শরীফ (২১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (০৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে প্রান্ত ক্লিনিক সংলগ্ন গলিতে এ ঘটনা ঘটে।  নিহত শরীফ জেলার গৌরীপুর উপজেলার টাঙ্গুয়া এলাকার শহিদ মিয়ার ছেলে। তবে বাবার ক্লিনিক ব্যবসার সুবাধে নগরীর চরপাড়া এলাকাতেই পরিবারের সঙ্গে থাকতেন শরীফ।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১২টার দিকে চরপাড়া এলাকায় নিজ বাসার সামনে দুষ্কৃতকারীরা শরীফকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে ঠিক পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক শরীফকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও বলেন, এ হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের চেষ্টা চলছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom