সন্তানদের জন্যই মেট গালায় শাহরুখ, জানালেন ‘এটাই শেষ’

প্রথম নিউজ, অনলাইন: তখন সে দেশে মাঝরাত। নিউইয়র্ক সিটির মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট-এ রাজার মতো এন্ট্রি নিলেন বলিউড বাদশা শাহরুখ খান। ব্ল্যাক স্যুট, লং কোট, হাতে একটা লাঠি এবং গলায় স্টেটমেন্ট নেক পিসেস। ৫৯ বছর বয়সী এই অভিনেতার দিক থেকে তখন চোখ সরানো অসম্ভব!
ইতিহাস গড়ে প্রথমবারের মতো মেট গালায় হাজির হলেন বলিউড বাদশা শাহরুখ খান।
মেট গালায় এই প্রথম কোন ভারতীয় পুরুষ অভিনেতা অংশ নিলেন। সেই অর্থে ইতিহাস গড়লেন কিং খান। এখন পর্যন্ত মেট গালার মতো মঞ্চে দেখা যায়নি শাহরুখ খানকে। কিন্তু এবারই কেন? এমন ধাঁধার সমাধান দিলেন কিং খান।
অভিনেতা জানান, নিজের জন্য নয়, সন্তানদের জন্যই মেট গালায় হাজির তিনি।
এদিন মেট গালায় শাহরুখ খান বলেন, ‘আমার ছোট ছোট বাচ্চা আছে, ওরা মেট নিয়ে দারুণ উচ্ছ্বসিত। আমি নিজে থেকে আদৌ আসতাম কিনা জানি না। কিন্তু যখন সব্য বুদ্ধি দিল তখন ওরা দারুণ খুশি হয়।
আমি এখনও জানি না সেটা সত্যিই দারুন কিনা। কিন্তু ওরা বলল তোমায় ওখানে দারুণ লাগবে।’
মেট গালায় আর দেখা মিলবে না তার। সেটাও জানিয়ে দিলেন কিং খান। বললে, ‘এটাই হয়তো আমার শেষ মেট গালা।