নোয়াখালীতে আসামি নেয়ার পথে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে ৪ পুলিশ আহত

প্রথম নিউজ, নোয়াখালী: নোয়াখালীতে হাইয়েস মাইক্রোতে এয়ার সিলিন্ডার বিস্ফোরণে ৪ পুলিশ কনস্টেবল আগুনে দগ্ধ হয়েছে।
আগুনে পুড়ে যাওয়া পুলিশ কনস্টেবলরা হলো- বেসান্তর, রাকেশ দেবনাথ, আনাস মিগেল ও শাকিল আহমেদ। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের দুই জনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরের দিকে বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আজ সকালে নোয়াখালী জেলা কারাগার থেকে ৪ জন আসামি নিয়ে পুলিশ এসকর্ট পার্টি লক্ষ্মীপুর যাওয়ার পথে বেগমগঞ্জের কেন্দুরবাগ নামক এলাকায় আসামি এসকর্ট পার্টি বহনকারী হাইয়েস মাইক্রোতে এয়ার সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে গাড়িতে থাকা ৪ পুলিশ সদস্য আগুনে ঝলসে যায়। আহতদের মধ্যে পুলিশ কনস্টেবল রাকেশ ও বেসান্তের অবস্থা আশঙ্কাজনক। তবে আসামিরা বর্তমানে বেগমগঞ্জ থানা হেফাজতে আছে।