মোটরসাইকেল দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু
রাজধানীর রূপনগরে বেড়িবাঁধ এলাকায় শুক্রবার (৪ মার্চ) রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু হয়েছে

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর রূপনগরে বেড়িবাঁধ এলাকায় শুক্রবার (৪ মার্চ) রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু হয়েছে। রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর বাকি দুজন মারা গেছেন। রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানিয়েছেন, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে রূপনগরের বেড়িবাঁধ এলাকায় সাদি পেট্রল পাম্পের সামনে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। মোটরসাইকেলে থাকা তিন বন্ধুর মধ্যে হারুন ঘটনাস্থলে এবং অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ভ্যানটি আটক করা হয়েছে।
নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, মো. মিলন (১৮) ফুডপান্ডায় খাবার সরবরাহের চাকরি করতেন। হারুন ও শামীম হোসেন (১৭) মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন। বিকেলে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। মোটরসাইকেলকে পিকআপ ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে হারুনের মৃত্যু হয়। গুরুতর আহত অপর দুজনকে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতলে নিলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews