মা ও ক্যাটরিনার ছবিতে ভিকির নারী দিবস
রাজস্থানের এক পুরনো প্রাসাদে গত বছরের ডিসেম্বরে জাঁকজমকভাবে বিয়ে করেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ

প্রথম নিউজ, ডেস্ক : রাজস্থানের এক পুরনো প্রাসাদে গত বছরের ডিসেম্বরে জাঁকজমকভাবে বিয়ে করেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বিয়ের পর প্রায়ই তারা একসঙ্গে ছবি শেয়ার করেন ভক্তদের জন্য। ভাগাভাগি করে নেন তাদের নানা অভিজ্ঞতা ও মুহূর্ত।
বিশেষ করে উৎসব এবং তাদের জীবনের গুরুত্বপূর্ণ দিনগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন দুজনে।
গতকাল ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে ভিকি একটি ছবি পোস্ট করেছেন। সেখানে ছিলেন তার মা এবং স্ত্রী ক্যাটরিনা। ক্যাপশনে লিখেছেন, ‘আমার শান্তি’।
ছবিতে ভিকির মা ক্যাটরিনা কাইফকে আদর করে জড়িয়ে ধরে আছেন। দুজনেই আছেন হাসিমুখে।
ছবিটি শেয়ার দিতেই ভাইরাল হয়ে যায়। ভক্তরা মন্তব্য লিখছেন নানা রকম।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews