সাভারে যুবককে কুপিয়ে হত্যা, আটক ১

সাভারে যুবককে কুপিয়ে হত্যা, আটক ১

প্রথম নিউজ, অনলাইন: সাভারে শুকুর আলী শিকদার (৩০) নামে এক যুবককে কুপিয়ে ও গলা কেটে করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। 

রবিবার (৪ মে) সকালে বিরুলিয়া ইউনিয়নের সামাইর এলাকা থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

নিহত শুকুর আলী শিকদার সাভার বিরুলিয়া ইউনিয়নের সামাইর গাছিবাড়ি মহল্লার গিয়াসউদ্দিন শিকদারের ছেলে।
তিনি পেশায় একজন রং মিস্ত্রি। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। 

পুলিশ জানায়, সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামাইর এলাকার জয়নাল মেম্বারের বাড়ির পাশে আজ সকালে ওই রং মিস্ত্রীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ মর্গে পাঠানো হবে।

নিহতের বড় ভাই মোতালেব শিকদার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল ইসলাম জানান, নিহত ব্যক্তির গলায় ও মুখে অন্তত ৫টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে গতরাতে কোনো এক সময় কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে কে বা কারা কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। 

তিনি আরো বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার রবিউল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক রবিউল ও নিহত শুকুর আলী একসময় একসঙ্গে রংয়ের কাজ করতো। তাদের দুজনের মধ্যে কাজ নিয়ে বিরোধ ছিল। এ ঘটনায় সাভার মডেল থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই উপ-পরিদর্শক।