ভালুকায় কাভার্ডভ্যান চাপায় নানি-নাতি নিহত
নিহতরা হলেন- গফরগাঁও উপজেলার কিষ্টবাজার এলাকার আব্দুল হামিদের স্ত্রী মুর্তুজা খাতুন (৬০) ও তা নাতি ওই গ্রামের সবুজ মিয়ার ছেলে জান্নাত (৩)।

প্রথম নিউজ,ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নানি-নাতি নিহত হয়েছেন। এসময় ছয়জন আহত হয়েছেন। আজ বুধবার সকাল ৯টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহরাবাড়ি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গফরগাঁও উপজেলার কিষ্টবাজার এলাকার আব্দুল হামিদের স্ত্রী মুর্তুজা খাতুন (৬০) ও তা নাতি ওই গ্রামের সবুজ মিয়ার ছেলে জান্নাত (৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহরাবাড়ি নামকস্থানে পারাপারের সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান ওই নানি-নাতিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নানি ও নাতির মৃত্যু হয়। এদিকে দ্রুত বেগে অতিক্রম করার সময় একই পথগামী একটি পিকআপভ্যানকে চাপা দেয় অপর একটি বাস। এতে কাভার্ডভ্যানটি রাস্তার পাশে উল্টে যায়।
খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস ও ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। আহতদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহে সিএমএইচে পাঠানো হয়েছে।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি আলী হোসেন জানান, কাভার্ডভ্যানচাপায় দুজন নিহত হওয়ার পর পেছনের একটি বাস চাপা দেয়। এতে কাভার্ডভ্যানটি রাস্তার পাশে উল্টে গেলে ছয়জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। জরুরি বিভাগের চিকিৎসক ডা. তুষার জানান, সড়ক দুর্ঘটনায় আহত সাতজনকে হাসপাতালে আনা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে এক চিকিৎসকের তত্ত্বাবধানে ময়মনসিংহ সিএমএইচে পাঠানো হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: