বাড়ির পাশের সড়কে পড়েছিল ইউপি সদস্যের মরদেহ

আজ রোববার সকাল ১০টায় উপজেলার বুরুদিয়া ইউনিয়নের পুখিয়া এলাকার সড়কের পাশে তার মরদেহ পাওয়া যায়।

বাড়ির পাশের সড়কে পড়েছিল ইউপি সদস্যের মরদেহ

প্রথম নিউজ, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজলুল রহমান (৫৫) নামে এক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ১০টায় উপজেলার বুরুদিয়া ইউনিয়নের পুখিয়া এলাকার সড়কের পাশে তার মরদেহ পাওয়া যায়।

বজলুল রহমান উপজেলার বুরুদিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের বর্তমান সদস্য ও মিরদী এলাকার বাসিন্দা। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারওয়ার জাহান এসব তথ্য নিশ্চিত করেছেন।

বুরুদিয়া ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য রায়হান ভূঞা বলেন, জেলার পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আবুল কাশেমের মরদেহ রোববার সকালে নিজ বাড়ি থেকে প্রায় চারশ গজ দূরে পুখিয়া গ্রামের সড়কের পাশে পাওয়া গেছে। তার বাড়ি মিরদী গ্রামে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom