বিশ্বের সবচেয়ে বড় দুটি সংগীত উৎসবে যাচ্ছেন সুমি

: বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল ‘চিরকুট’ নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ারে বিশ্বখ্যাত ব্যান্ড স্করয়পিয়নসের সঙ্গে মঞ্চ শেয়ার করতে যাচ্

 বিশ্বের সবচেয়ে বড় দুটি সংগীত উৎসবে যাচ্ছেন সুমি
’ নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ারে বিশ্বখ্যাত ব্যান্ড স্করয়পিয়নসের সঙ্গে মঞ্চ শেয়ার করতে যাচ্ছে-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল ‘চিরকুট’ নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ারে বিশ্বখ্যাত ব্যান্ড স্করয়পিয়নসের সঙ্গে মঞ্চ শেয়ার করতে যাচ্ছে। এ ছাড়াও বেশ কয়েকটি আন্তর্জাতিক কনসার্টে অংশ নিচ্ছে দলটি। এবার বিশ্বের সবচেয়ে বড় মিউজিক মিটিং ‘ওম্যাক্স’ আসরে যোগ দিচ্ছেন ‘চিরকুট’ব্যান্ড দলটির প্রধান শারমিন সুলতানা সুমি।

জানা গেছে, পর্তুগালের লিসবনে এই মিটিং শুরু হবে ১৯ অক্টোবর থেকে। চলবে ২৩ অক্টোবর পর্যন্ত। এতে অংশগ্রহণের জন্য আজ (১৮ অক্টোবর) পর্তুগালের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন সুমি।

এ প্রসঙ্গে সুমি জানান, ‘ওম্যাক্স ২২’ আসরের পর তিনি যোগ দেবেন নরওয়ের বিশ্বখ্যাত ‘অসলো ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভাল’-এ। এটি ৩১ অক্টোবর শুরু হবে এবং শেষ হবে ৬ নভেম্বর।

দুটো আয়োজনে চিরকুটের হয়ে অংশ নিচ্ছেন সুমি। যেখানে ব্যান্ডের সঙ্গে তার পরিচিতি হিসেবে থাকছে ক্লাইমেট চেঞ্জ অ্যাকটিভিস্ট, গীতিকবি, কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক হিসেবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom