প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: উড়ন্ত ফরচুন বরিশালের বিপক্ষে ধুঁকতে থাকা ঢাকা ডমিনেটর্সের হারই হয়তো অনুমান করছিলেন ক্রিকেটপ্রেমীরা। তবে বরিশালকে অল্প রানে আটকে দিয়ে ব্যাটিংয়ে জ্বলে উঠে নাসির হোসেন নেতৃত্বাধীন ঢাকা। ম্যাচ জিতে নেয় ৭ উইকেটে। ১০ ম্যাচ খেলে মাত্র তৃতীয় জয়ের দেখা পেলো ডমিনেটররা। গতকাল সিলেটে আগে ব্যাটিংয়ে নেমে এনামুল হক বিজয়ের ইনিংসে ভর করে ৮ উইকেটে ১৫৬ রান তোলে ফরচুন বরিশাল। জবাবে মোহাম্মদ মিঠুনের ফিফটিতে ৭ বল হাতে রেখে জয় তুলে নেয় ঢাকা। স্বল্প রানের টার্গেট নিয়ে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে ঢাকা ডমিনেটর্স। ওপেনিং জুটিতে ৭৪ রান তোলে দলটি। ২২ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৭ রান করেন সৌম্য সরকার। ৩৬ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৫৪ রান করেন আরেক ওপেনার মোহাম্মদ মিঠুন। হন ম্যাচসেরা। তিনে নামা আব্দুল্লাহ আল মামুনের সংগ্রহ ২৬ রান।
অ্যালেক্স ব্লেইক ১৫ রান করেন। অধিনায়ক নাসির হোসেন ২০ রানের অপরাজিত ইনিংস খেলে জয় নিয়েই মাঠ ছাড়েন। ২* রান করেন উসমান গণি। ফরচুন বরিশাল অধিনায়ক বল হাতে ৪ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট নেন। সানজামুল ইসলামেরও শিকার দুটি উইকেট। এক উইকেট পান করিম জানাত। এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ৪২ রান তোলে বরিশাল। ১৯ বলে ১৫ রান করে প্রথম উইকেট হিসেবে সাজঘরে ফেরেন সাইফ হাসান। এরপর দ্রুতই আরও দুই উইকেট হারায় বরিশাল। দলীয় সংগ্রহে মাত্র ১২ রান করতে সাজঘরে ফেরেন অধিনায়ক সাকিব আল হাসান (৫) এবং ইবরাহিম জাদরান (২)। ওপেনিংয়ে নেমে পঞ্চম উইকেট পর্যন্ত টিকে ছিলেন এনামুল হক। ৩৫ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪২ রান করেন তিনি। যা বরিশালের ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। এছাড়া ২৭ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৯ রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ। সালমান হোসেন ১৪ এবং কারিম জানাত ১৭* রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেনি দুই অঙ্কের কোঠা। ঢাকা ডমিনেটর্সের আমির হামজা ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নেন। ১০ ম্যাচে ৩ জয় ও ৭ হারে ৬ পয়েন্ট নিয়ে বিপিএল টেবিলের পাঁচে ঢাকা ডমিনেটর্স। ৯ ম্যাচে ৬ জয় ও ৩ হারে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে ফরচুন বরিশাল। শীর্ষে থাকা সিলেট স্ট্রাইকার্সের পয়েন্ট ১৬। দিনের অন্য ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয় খুলনা টাইগার্স। সে ম্যাচে কুমিল্লাকে হারাতে পারলে ঢাকাকে পয়েন্ট টেবিলে পেছনে ফেলার সুযোগ ছিল খুলনার। ম্যাচ শেষে বিজয়ী দল ঢাকা ডমিনেটর্স অধিনায়ক নাসির হোসেন বলেন, ‘আমি আজকের পারফরম্যান্সে সন্তুষ্ট। এমন খেলাই প্রত্যাশিত। টপ-অর্ডার ব্যাটাররা আগের ম্যাচগুলোতে সুবিধা করতে পারেনি।
কিন্তু আজ তারা দুর্দান্ত খেলেছে। জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চাই আমরা।’ ঢাকা ডমিনেটর্সের আগের তিন ম্যাচে সুবিধা করতে পারেননি মোহাম্মদ মিঠুন। তিন ম্যাচে এই ব্যাটারের সর্বোচ্চ সংগ্রহ ছিল ১৪ রান। ডাক মারেন এক ম্যাচে। রানে ফিরতে পেরে খুশি মিঠুন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি একটা বড় ইনিংসের অপেক্ষায় ছিলাম। তবে লোয়ার অর্ডারে ব্যাট করে সেটা সম্ভব হয় না। আজ আগে ব্যাটিংয়ের সুযোগ দেয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই। আমাদের লক্ষ্য পূরণ হয়নি এখনও। সামনের ম্যাচগুলোতেও জয় পেতে চাই আমরা।’ ফরচুন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘এটা ভালো ব্যাটিং উইকেট ছিল। আমরা ভেবেছিলাম, এখানে রান তুলতে সহজ হবে। তবে ব্যাটিংয়ে সুবিধা করতে পারিনি আমরা। যার ফলেই ম্যাচটা হেরেছি। পরাজিত হলে অনেক চিন্তাই আসে মাথায়। তবে জয়ে ফেরাই আমাদের লক্ষ্য।