বুরুন্ডিতে বিদ্রোহীদের হামলায় নিহত ৯
সরকারের মুখপাত্র জেরোমি নিয়োনজিমা এই হামলাকে কাপুরুষোচিত বলে আখ্যায়িত করেছেন।

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: বুরুন্ডিতে বিদ্রোহীদের হামলায় অন্তত নয় জন নিহত হয়েছেন। এ জন্য প্রতিবেশী দেশ রুয়ান্ডাকে দায়ী করেছে বুরুন্ডির সরকার। এর আগে দেশটি অভিযোগ করেছিল যে, রুয়ান্ডা স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দেয়। সরকারের মুখপাত্র জেরোমি নিয়োনজিমা এই হামলাকে কাপুরুষোচিত বলে আখ্যায়িত করেছেন।
ফক্স নিউজ জানিয়েছে, রোববার রাতে পশ্চিমাঞ্চলীয় বুবানজা প্রদেশে রোববার রাতে ওই হামলা হয়। নিহতদের মধ্যে ছয় জনই নারী। ঘটনায় আরও পাঁচ জন আহত হয়েছেন। ওই হামলার দায় স্বীকার করেছে বিদ্রোহী গ্রুপ রেড-তাবারা। তারা যদিও বুরুন্ডির ছয় সেনাকে হত্যার দাবি করেছে।
স্থানীয়রা এপিকে জানিয়েছেন, বিদ্রোহীরা হামলা করলে পালিয়ে যান সরকারের সেনারা। এরপর বিদ্রোহীরা বেসামরিকদের টার্গেট করে গুলি ছোরে। তারা সার্বক্ষণিক হামলার আতঙ্কে থাকেন।
এর আগে গত ২২শে ডিসেম্বরও ভয়াবহ একটি হামলা চালায় রেড-তাবারা। এতে অন্তত ২০ জন নিহত হন, যার বেশিরভাগই ছিলেন বেসামরিক। বুরুন্ডির দাবি, রুয়ান্ডা সরকারের সমর্থনেই এসব অপরাধ করছে রেড-তাবারা।