বীর মুক্তিযোদ্ধা হত্যায় জড়িতদের আটকে ৭২ ঘণ্টার আলটিমেটাম

 বীর মুক্তিযোদ্ধা হত্যায় জড়িতদের আটকে ৭২ ঘণ্টার আলটিমেটাম
 বীর মুক্তিযোদ্ধা হত্যায় জড়িতদের আটকে ৭২ ঘণ্টার আলটিমেটাম

প্রথম নিউজ, লাণমনিরহাট : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলীকে (৬৮) হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় হত্যায় জড়িতদের আটকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে পাটগ্রাম পৌর শহরে এ বিক্ষোভ মিছিল করেন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড কমিটি।

মিছিলটি পাটগ্রাম মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ধরলা মোড়ে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে বীর মুক্তিযোদ্ধার হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসি নিশ্চিত করতে হবে। ৭২ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেফতার করতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। তিন দিন কালোব্যাজ ধারণ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে।

সমাবেশে বক্তব্য দেন- উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সালাউরুজ্জামান ফারুক, জাকির হোসেন, আব্দুর রশিদ ও পাটগ্রাম পৌর কাউন্সিলর আজিজুল ইসলাম দুলাল।

শুক্রবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় পাটগ্রাম পৌর এলাকার পোস্ট অফিস পাড়ার বাসার সামনে বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলীকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: বলাৎকারের সময় চিৎকার দেওয়ায় শিশু শিহাবকে হত্যা: পিবিআই

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জাগো নিউজকে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের তৎপর আছে পুলিশ। মরদেহ সুরতহালের জন্য প্রস্তুত করা হচ্ছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: