ব্যাপক ভোটে জয় পেয়েছে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস
ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা পুর নির্বাচনে ব্যাপক ভোটে জয় পেয়েছে রাজ্যে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস।

প্রথম নিউজ, ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা পুর নির্বাচনে ব্যাপক ভোটে জয় পেয়েছে রাজ্যে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। ৭২ শতাংশের বেশি ভোট পড়েছে মমতা ব্যানার্জীর দলটির ঝুড়িতে। অপরদিকে ভোটের হিসাবে আরেকটি চমক সৃষ্টি করেছে বাম দলগুলো। কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থান দখল করেছে রাজ্যের সাবেক এ শাসকগোষ্ঠী। ২০১৯ সালের লোকসভা ভোটের পর থেকেই বাম-কংগ্রেসকে পিছনে ফেলে রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসে বিজেপি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে একটিও আসন দখল করতে পারেনি বাম-কংগ্রেস।
কিন্তু কলকাতা পুরসভা ভোটে দ্বিতীয় স্থানের লড়াইয়ে বিজেপিকে পিছনে ফেলেছে বামেরা। ১৪৪টি আসনের মধ্যে ৬৫টি ওয়ার্ডে দ্বিতীয় হয়েছে বামেরা। বিজেপি ৫৪টি ওয়ার্ডে দ্বিতীয় হয়েছে। কংগ্রেস দ্বিতীয় হয়েছে ১৫টি ওয়ার্ডে। সব শেষ পাওয়া বেসরকারি ফলাফল অনুযায়ী ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৩৪টিই দখল করেছে তৃণমূল কংগ্রেস। এছাড়া বিজেপি ৩টি, বামেরা ২টি, কংগ্রেস ২টি ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৩টি ওয়ার্ডে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: