বগুড়ায় অ্যাম্বুলেন্সের ভাড়া নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে খুন
শুক্রবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় শহরের চককান পাড়া এলাকায় প্রতিপক্ষের হাতে তিনি খুন হন।

প্রথম নিউজ,বগুড়া: বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে অ্যাম্বুলেন্সের ভাড়া নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে জহুরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় শহরের চককান পাড়া এলাকায় প্রতিপক্ষের হাতে তিনি খুন হন।জহুরুল ইসলাম চককানপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্সের ভাড়া ঠিক করে দেওয়ার কাজ করতেন।
জানা গেছে, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল এলাকায় জহুরুলের মতো অনেকেই অ্যাম্বুলেন্সের ভাড়া ঠিক করে দেওয়ার কাজে নিয়োজিত। শুক্রবার সন্ধ্যায় ভাড়া ঠিক করা নিয়ে জহুরুলের সঙ্গে অন্যদের বিরোধ হয়। এনিয়ে একটি অ্যাম্বুলেন্সের লাইট ভাঙচুরের ঘটনা ঘটে।
রাত সাড়ে ১২টার দিকে জহুরুল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হোটেল নাজ গার্ডেনের পেছনে প্রতিপক্ষের লোকজন তাকে ছুরিকাঘাত করে। ওই অবস্থায় জহুরুল বাড়িতে গেলে পরিবারের লোকজন তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কৈগাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাজু কামাল বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে খুনের ঘটনা ঘটেছে। নিহতের পরিবার জড়িতদের চিহ্নিত করেছে। তাদেরকে গ্রেফতারে অভিযান চলছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews