বিএনপি নেতা বাহার গ্রেফতার
নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাহারকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রথম নিউজ, নোয়াখালী : নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাহারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুর সাড়ে ১২টার সময় তাকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের দিলদার মার্কেট থেকে গ্রেফতার করা হয়। আনোয়ার হোসেন বাহার উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের বারেক হাফেজ বাড়ির মৃত মোখলেছুর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সেনবাগ থানা ওসি ইকবাল হোসেন পাটোয়ারী। তিনি জানান, তার বিরুদ্ধে পার্শ্ববর্তী সোনাইমুড়ী থানার ২০০৬ সালের একটি মামলাসহ পৃথক দুটি মামলায় আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: