ফায়ার অধিদফতরে ভাঙচুর ঘটনায় তদন্তের পর মামলার সিদ্ধান্ত
বুধবার রাত ৮টায় বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপসহকারী পরিচালক (মিডিয়া সেল) মো. শাহজাহান সিকদার।

প্রথম নিউজ অনলাইন: বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরে ভাঙচুরে জড়িতদের বিষয়ে কী প্রদক্ষেপ নেওয়া হবে এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে তদন্তের পর। বুধবার (৫ এপ্রিল) রাত ৮টায় বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপসহকারী পরিচালক (মিডিয়া সেল) মো. শাহজাহান সিকদার। তিনি বলেন, 'এ বিষয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে। তদন্ত প্রক্রিয়া শেষ হলে সিদ্ধান্ত নেবো মামলা করবো কী করবো না। কোনও সিদ্ধান্ত হলে এ বিষয়ে জানানো হবে।’
এ নিয়ে ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডে ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়টি দুর্ঘটনাস্থলের ঠিক উল্টো পাশেই অবস্থিত। কিন্তু তাদের অভিযোগ ফায়ার সার্ভিস সময় মতো আসলেও তাদের মধ্যে দায়িত্বহীনতা লক্ষ্য করা গেছে। তারা শুরুতে এই অগ্নিকাণ্ডকে গুরুত্বের সঙ্গে নেয়নি। তাই এত বড় দুর্ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাম্পে পানি নেই বলেও অভিযোগ করেন ব্যবসায়ীরা। তবে হামলার ঘটনায় তারা জড়িত নন বলে দাবি করেন।