‘ফিলিস্তিনিদের দেখামাত্রই গুলি করে হত্যা’

সোমবার প্রকাশ্যে আসা এক ভিডিও ফুটেজে এ খবর পাওয়া যায়।

‘ফিলিস্তিনিদের দেখামাত্রই গুলি করে হত্যা’

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: গাজায় ঢুকে ফিলিস্তিনিদের দেখামাত্র গুলি করে হত্যার নির্দেশ দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। সোমবার প্রকাশ্যে আসা এক ভিডিও ফুটেজে এ খবর পাওয়া যায়। হামাস যোদ্ধাদের পেতে রাখা বুবি ট্র্যাপ ও বোমার আঘাতে ইসরাইলি বাহিনী যেন পালটা আক্রমণের শিকার না হয় সেজন্যই দেখামাত্র গুলি করে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যায়। খবর ডেইলি মিররের। 

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজায় সর্বাত্মক স্থল আক্রমণ শুরুর জন্য প্রস্তুত হচ্ছে। এরই মধ্যে ইসরাইল কর্তৃপক্ষের সেনাদের উদ্দেশে দেওয়া একটি নির্দেশনার ভিডিও ফাঁস হয়েছে। 

ভিডিওতে দেখা যায়, গাজায় প্রবেশের পর সেনারা যাকেই সামনে পাবে তাকেই গুলি করে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরাইল গাজাকে সতর্ক করেছে। প্রায় চার লাখ সেনা নিয়ে তারা আকাশ, স্থল এবং সমুদ্র থেকে সর্বাত্মক আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। 

গাজা শহরের মাটির নিচে প্রায় ৫০০ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গের গোলকধাঁধায় হামাসের যোদ্ধারা আত্মগোপন করে আছে। তাদের খুঁজে বের করতে মরিয়া হয়ে উঠেছে ইসরাইলি বাহিনী। পাশাপাশি বন্দি থাকা ১৯৯ ইসরাইলিকেও উদ্ধারের অভিযান চালানোর প্রস্তুতিও নিচ্ছে। 

হামলার বিষয়ে নেতানিয়াহু বলেছেন, ‘যারা আমাদের ধ্বংস করতে চায় সেইসব রক্তপিপাসু দানবদের পরাজিত করতে সেনারা প্রস্তুত। আমরা হামাসকে মাটির সঙ্গে মিশিয়ে দেব।’ 

বিভিন্ন সূত্র নিউইয়র্ক টাইমসকে জানিয়েছে, ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী স্থল অভিযানে সন্দেহভাজন কাউকে গুলি করার আগে শরীরে তল্লাশি চালানোর নিয়মগুলো মেনে চলবে।