প্রথমবারের মতো জুটি বাঁধলেন কার্তিক-রাশমিকা
বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। তার সিনেমা মানেই বক্স অফিসে হিট

প্রথম নিউজ, ডেস্ক: বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। তার সিনেমা মানেই বক্স অফিসে হিট। ‘ভুল ভুলাইয়া ২’ এর সাফল্য ছিল আকাশ ছোঁয়া। অন্যদিকে জাতীয় ক্র্যাশ বলা হয় দক্ষিণ অভিনেত্রী রাশমিকা মান্দানাকে। প্রথমবারের মতো জুটি বেঁধেছেন তারা। অবশেষে কার্তিক আরিয়ানের নায়িকাদের গ্যালারি বড় হতে যাচ্ছে।
বলিউড হাঙ্গামাকে অভিনেতর ঘনিষ্ঠ সূত্র জানায়, বেশ কিছুদিন ধরেই সহশিল্পী সংকটে ভুগছেন আরিয়ান। তবে তিনি ‘পুষ্পা’ খ্যাত অভিনেত্রী রাশমিকার সঙ্গে জুটি বাঁধতে প্রস্তুত। শিগগির তাদের একসঙ্গে দেখা যাবে। তবে এখনও ঠিক হয়নি সিনেমার নাম।
কখন কবে শুটিং শুরু এখনও জানা যায়নি। তবে আগামী সপ্তাহের মধ্যে খবর পাওয়ায় যাবে বলে জানা গেছে। এইর মধ্যে এমন খবরে ভক্তদের মনে আনন্দের শেষ নেয়। ভক্তরা অধীর আগ্রহ নিয়ে জুটির অপেক্ষায়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews