প্রাইভেটকারের ধাক্কায় চবির প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক নিহত

শুক্রবার (২ সেপ্টেম্বর) দিনগত রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রাইভেটকারের ধাক্কায় চবির প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক নিহত

প্রথম নিউজ, চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১ নম্বর গেট সড়কে স্কুটি চালানো অবস্থায় প্রাইভেটকারের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আফতাব হোসেন (৪১) নিহত হয়েছেন। শুক্রবার (২ সেপ্টেম্বর) দিনগত রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আফতাব হোসেন স্কুটি চালিয়ে ক্যাম্পাসে ফিরছিলেন। এসময় পেছন থেকে আসা বেপরোয়া গতির একটি প্রাইভেটকার তার স্কুটিতে ধাক্কা দেয়। এতে সড়কে আছড়ে পড়ে গুরুতর আহত হন। পরে আফতাব হোসেনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইমার্জেন্সি কেয়ারে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারককারী ও পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom