রাজস্থানে পাকিস্তান সীমান্তে বড় মহড়ার পরিকল্পনা ভারতীয় বিমান বাহিনীর

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: রাজস্থানের কাছে আন্তর্জাতিক আকাশ সীমায় বড় আকারের মহড়া চালাবে ভারতের বিমান বাহিনী। বুধবার সকাল সাড়ে ৯টায় ভারত-পাকিস্তান সীমান্তে এ মহড়া শুরু হবে বলে জানিয়েছে দেশটির বিমান বাহিনী। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, সম্প্রতি ভারত-শাসিত পেহেলগাম ইস্যুতে প্রতিবেশী পারমাণবিক অস্ত্রধারী দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হওয়ার পর একের পর এক সামরিক মহড়া করছে দুই দেশ। তারই ধারাবাহিকতায় বুধবার সকালে ভারতের রাজস্থানে পাকিস্তান সীমান্তের কাছে মহড়াটি চালাবে দিল্লির বায়ুসেনাদের একটি দল। মহড়াটি সাড়ে পাঁচ ঘণ্টা স্থায়ী হবে বলে জানিয়েছে তারা।
মহড়ার সময় আশপাশের বিমানবন্দরগুলোতে বিমান উড্ডয়ন এবং অবতরণ- উভয়ই বন্ধ থাকবে। পাকিস্তানকে লক্ষ্য করেই এই মহড়া অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, ২২ এপ্রিল ভারত-শাসিত পেহেলগামের একটি পর্যটন উপত্যকায় হামলা চালায় একদল সন্ত্রাসী। এতে এক নেপালি নাগরিকসহ মোট ২৬ জন নিহত হন। ওই হামলার পরপরই ইসলামাদের ওপর একতরফা দোষ দিয়েছে দিল্লি। কড়া প্রতিক্রিয়াও জানিয়েছে। তারা এই প্রথম সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে। যা যুদ্ধের উসকানি বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল উভয় দেশকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছে।