প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল মসজিদের ইমামের
আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চাপ্তা রাখী এলপিজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রথম নিউজ, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাইভেট কারের ধাক্কায় হেদায়েত উল্লাহ (২০) নামে মসজিদের এক ইমাম নিহত হয়েছেন।
আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চাপ্তা রাখী এলপিজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমাম হেদায়েত উল্লাহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ডোমরাকান্দি গ্রামের এনায়েত উল্লাহর ছেলে। তিনি ফুকরা সরদারপাড়া নতুন জামে মসজিদে ইমামতি করতেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) আবু নাইম মোজাম্মেল হক। তিনি বলেন, হেদায়েত উল্লাহ মোটরসাইকেলে করে ফুকরা সরদার পাড়া মসজিদ থেকে ভাটিয়াপাড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় চাপ্তা রাখী এলপিজি ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে ঢাকাগামী একটি প্রাইভেট কার পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যান।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews