পানি ঘোলা করে বিএনপি নির্বাচনে আসবে : কাদের
তিনি বলেন, বাংলাদেশের সংবিধানের বহিঃবিশ্বে একটি সুনাম আছে। সংবিধান অনুযায়ী পরবর্তী নির্বাচন কমিশনের অধীনে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রথম নিউজ, নোয়াখালী: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে আসবে পানি ঘোলা করে। তারা একটি বড় দল, তাদের নির্বাচন করার অধিকার আছে। বৃহস্পতিবার (৫ মে) রাতে ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এ কথা বলেন তিনি।
সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের সংবিধানের বহিঃবিশ্বে একটি সুনাম আছে। সংবিধান অনুযায়ী পরবর্তী নির্বাচন কমিশনের অধীনে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন ফেনী সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুল হাসান, মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহমেদ পিপি প্রমুখ।
উল্লেখ্য, অসুস্থতার কারণে গত ৩৩ মাস আগে ২০১৯ সালে তিনি নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট উপজেলা) আসতে পারেননি মন্ত্রী। সর্বশেষ ২০১৯ সালের ১৩ আগস্ট ঈদুল আজহা উদযাপন করতে বাড়িতে এসেছিলেন তিনি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews