পটুয়াখালীতে বিএনপির সমাবেশের মঞ্চ জয়বাংলা স্লোগান দিয়ে ভাংচুর
জয়বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালায়।

প্রথম নিউজ, পটুয়াখালী: পটুয়াখালীতে জেলা বিএনপির সমাবেশ শুরুর আগেই কয়েক দফা হামলার ঘটনা ঘটেছে। এসময় সমাবেশের মঞ্চ ও চেয়ার ভাংচুর করে হামলাকারীরা। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের শহীদ আলাউদ্দিন শিশু পার্ক মাঠে সভাস্থলে আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা করে বলে অভিযোগ বিএনপির।
পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিঞা বলেন, 'জয়বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালায়। সমাবেশ বানচাল করার জন্য নেতাকর্মীদের বিভিন্ন স্থানে বাঁধা দেয়া হচ্ছে। তবে জীবন দিয়ে হলেও আজকের সমাবেশ সফল করা হবে।
পটুয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৈফিক আলী খান কবির জানান, দুপুর ২টায় সমাবেশে যোগ দিতে বিভিন্ন পথ দিয়ে নেতাকর্মীরা আসার সময় বাধাপ্রাপ্ত হচ্ছেন। সকালে সভাস্থলে হমলা চালানো হয়েছে।
শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে সড়কের মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে। তবে আওয়ামী লীগ নেতা-কর্মীদের রাস্তা থেকে সরিয়ে দিতে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপর থাকতে দেখা গেছে।
পটুয়াখালী শহরের শহীদ আলাউদ্দিন শিশুপার্কে অনুষ্ঠিত সমাবেশস্থলে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন।
উল্লেখ্য, দীর্ঘ ১৪ বছর পর পটুয়াখালী শহরের বড় পরিসরে সমাবেশের সুযোগ পেয়েছে বিএনপি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: