পিএসজি ছাড়ার প্রসঙ্গে যা বললেন এমবাপ্পে
গতবারের ন্যায় এবারও সাফল্য পায়নি এমবাপ্পের পিএসজি। চ্যাম্পিয়নস লীগের টানা ব্যর্থতা কি কিলিয়ানকে প্যারিস ছাড়তে আরও একবার প্রভাবিত করবে?

প্রথম নিউজ, খেলা ডেস্ক : আগের মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দিলে চ্যাম্পিয়নস লীগ শিরোপার স্বাদ পেতেন কিলিয়ান এমবাপ্পে। তবে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করে ইউরোপ সেরা হতে পারেননি ফরাসি ফরোয়ার্ড। গতবারের ন্যায় এবারও সাফল্য পায়নি এমবাপ্পের পিএসজি। চ্যাম্পিয়নস লীগের টানা ব্যর্থতা কি কিলিয়ানকে প্যারিস ছাড়তে আরও একবার প্রভাবিত করবে? ২০১৭ সালে মোনাকোর ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে দলে ভেড়ানোর লড়াইয়ে নামে রিয়াল মাদ্রিদ ও পিএসজি। লস ব্লাঙ্কোদের পরাস্ত করে ফরাসি স্টারকে বাগিয়ে নেয় প্যারিসের ক্লাবটি। এরপর প্রায় প্রত্যেক ট্রান্সফার উইন্ডোতে এমবাপ্পেকে ভেড়ানোর চেষ্টা করেছে রিয়াল। ২০২১ সালে দফায় দফায় বিশাল অর্থ প্রস্তাব দিয়েও লা প্যারিসিয়ানদের মন গলাতে পারেনি লা লিগার ক্লাবটি। এরপর গত মৌসুমে ফ্রি এজেন্ট এমবাপ্পেকে দলে টানার সুবর্ণ সুযোগ আসে রিয়ালের। গণমাধ্যমের খবর, প্রিয় ক্লাবে যেতে ফরাসি স্টারও সেরে ফেলেন মৌখিক চুক্তি। কিন্তু পিএসজির লোভনীয় প্রস্তাবে শেষ পর্যন্ত মন বদলে ফেলেন এমবাপ্পে।
লা প্যারিসিয়ানদের সঙ্গে তিন বছরের জন্য চুক্তি নবায়ন করেন তিনি। চুক্তি বর্ধন করার পরও সময়ে সময়ে গুঞ্জন উঠেছে পিএসজি ছাড়তে চান এমবাপ্পে। বুধবার রাতে বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়নস লীগ থেকে বিদায়ের পর ফের প্রসঙ্গটি সামনে আনেন সাংবাদিকরা। ক্রীড়া মাধ্যম ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়, ইউসিএলের ম্যাচ হারার পর পিএসজিতের নিজের ভবিষ্যত নিয়ে আলোচনা করতে চাননি কিলিয়ান এমবাপ্পে। সাংবাদিকদের প্রশ্নে রহস্যময় উত্তর দিয়েছেন তিনি। এমবাপ্পে বলেন, ‘না না, আমি শান্ত আছি। আমার এখন লক্ষ্য একটাই, চলতি মৌসুমে লিগ ওয়ান জেতা। এই মুহূর্তে আমি শুধু চলতি মৌসুম নিয়েই ভাবছি। এছাড়া অন্য কিছু নেই আমার মাথায়। আমরা খুবই হতাশ।’ চলতি মৌসুম নিয়ে পরিকল্পনা জানালেও আগামী মৌসুমে পিএসজির জার্সিতে নিজের প্রত্যাশার কথা না জানিয়ে ধোঁয়াশা রেখে দেন এমবাপ্পে। প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখের প্রশংসা করে এমবাপ্পে বলেন, ‘উঁচুমানের দল বায়ার্ন (মিউনিখ)। দুর্দান্ত একটি স্কোয়াড রয়েছে তাদের। তারা এমন দল বানিয়েছে যারা চ্যাম্পিয়নস লীগ জয়ের যোগ্য।’
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: