ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রী
ষষ্ঠ ধাপে ইউপি নির্বাচনে শায়েস্তাগঞ্জ উপজেলার ৮ নং শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে

প্রথম নিউজ, সিলেট : ষষ্ঠ ধাপে ইউপি নির্বাচনে শায়েস্তাগঞ্জ উপজেলার ৮ নং শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান বুলবুল খাঁন ও তার স্ত্রী আছমা আক্তার লাকী মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার বিকেলে উভয়েই স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। জানা যায়, ২০১৬ সালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে বুলবুল খাঁন বিজয়ী হন। এবারের নির্বাচনে আওয়ামী লীগের নতুন মনোনীত প্রার্থী শায়েস্তাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদের সাথে নির্বাচনে প্রতিযোগিতায় মাঠে নামছেন তিনি। এদিকে সস্ত্রীক নির্বাচনে চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দাখিলের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।
এ বিষয়ে মো: বুলবুল খাঁন বলেন, আমার বিরুদ্ধে আগে থেকেই একটি মহল ষড়যন্ত্র করে আসছে। ষড়যন্ত্রের কারণে আমি নির্বাচন করতে না পারলে আমার স্ত্রী নির্বাচন করবেন। যদি বাছাইকালে কোনো সমস্যা না হয় তাহলে আমার স্ত্রী প্রার্থীতা প্রত্যাহার করে নেবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: