'নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে যাবে না ইসলামী আন্দোলন'

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীন ছাড়া কোনো তামাশার নির্বাচনে তার দল অংশ নেবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

'নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে যাবে না ইসলামী আন্দোলন'
'নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে যাবে না ইসলামী আন্দোলন'

প্রথম নিউজ, ডেস্ক: নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীন ছাড়া কোনো তামাশার নির্বাচনে তার দল অংশ নেবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, কোনো দলীয় সরকারের অধীন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বিগত কয়েকটি জাতীয় নির্বাচন ও স্থানীয় নির্বাচনে এটা বারবার প্রমাণিত হয়েছে।

ইভিএম এ ভোট গ্রহণের বিষয়ে তিনি বলেন,  ইভিএম আন্তর্জাতিকভাবে প্রত্যাখ্যাত। আর ইভিএম এর মাধ্যমে সারা দেশে ভোট অনুষ্ঠিত হবে, এমন কথা প্রধানমন্ত্রী ঘোষণা দেয়ার এখতিয়ার রাখেন না। নির্বাচন কোন প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে, তা নির্ধারণ করবে নির্বাচন কমিশন। দেশের রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই নির্বাচন কমিশন তা ঠিক করবে, এটাই জনগণের প্রত্যাশা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom