নেত্রকোনায় চার বছর আগে ‘ক্রসফায়ার’ : ওসির বিরুদ্ধে মামলা
বৃহস্প্রতিবার দুপুরে নিহত জেলা ছাত্রদলকর্মী আমজাদ হোসেনের বড় ভাই দেলোয়ার হোসাইন ওই মামলা করেন।

প্রথম নিউজ, নেত্রকোনা : নেত্রকোনায় চার বছর আগে বিচারবহির্ভূতভাবে হত্যার (ক্রসফায়ার) অভিযোগে মডেল থানার সাবেক ওসি বোরহান উদ্দিন ও এসআই মামুনের বিরুদ্ধে জেলা জজ আদালতে হত্যা মামলা করা হয়েছে। বৃহস্প্রতিবার দুপুরে নিহত জেলা ছাত্রদলকর্মী আমজাদ হোসেনের বড় ভাই দেলোয়ার হোসাইন ওই মামলা করেন। নিহত আমজাদ পৌর এলাকার হোসেনপুর গ্রামের আলী হোসেনের ছেলে। তিনি জেলা ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন। অভিযুক্ত ওসি বোরহান উদ্দিন এখন জেলার কেন্দুয়া সার্কেল কার্যালয়ে পরিদর্শক হিসেবে কর্মরত আছেন। অভিযুক্ত এসআই মামুন আছেন খুলনা রেঞ্জের এসআই হিসেবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আমজাদ ছিলেন ছাত্রদলের একজন একনিষ্ঠ কর্মী। তিনি ছাত্রদলের প্রতিটি কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতেন। এতে তার ওপর ক্ষিপ্ত হন ওসি বোরহান উদ্দিন। এর জেরে তিনি মাদক উদ্ধারের নাটক সাজিয়ে বিচারবহির্ভূতভাবে আমজাদকে হত্যা করেন। জানা যায়, ২০১৮ সালের ২১ মে রাত সাড়ে ৩টার দিকে মাদক উদ্ধারের নামে আমজাদের বাড়ি ঘেরাও করে ওসি বোরহান, তার সহযোগী এসআই মামুন ও তদীয় ফোর্স। এ সময় ব্যাপক শোরগোলের কারণে প্রতিবেশীদের ঘুম ভেঙে যায়। তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান আমজাদের বড় ভাই মনিরকে হাতকড়া পরানো হচ্ছে। একই সময় ঘুম থেকে তুলে আমজাদকেও পরানো হয় হাতকড়া। এরপর মাদক উদ্ধারের নামে তাকে আশপাশ ঘুরানো হয়। কোনোকিছু পাওয়া না যাওয়ায় তার বড় ভাইকে ছেড়ে দেয়া হয়। কিন্তু তাকে চোঁখ বেধে পুলিশের গাড়িতে তোলা হয়। ভোরে সদর উপজেলার বড়ওয়ারি সেতুতে নিয়ে রাইফেলের বাট দিয়ে মারতে মারতে তার দাঁতের মাঢ়ি উপড়ে ফেলা হয়। এরপর কথিত বন্ধুকযুদ্ধের নামে গুলি করে তাকে নির্মমভাবে হত্যা করা হয়।
আমজাদের বড় ভাই দেলোয়ার হোসেন বৃহস্পতিবার স্থানীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিবরণ দেন। এ সময় তিনি বলেন, আমি এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই। সংবাদ সম্মেলনে আরো উপস্থিতি ছিলেন মামালার আইনজীবী আরিফা জেসমিন নাহিন, ঢাকা থেকে আগত আইনজীবী নূরুল ইসলাম প্রমুখ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews